লালমনিরহাটে বায়ু ও শব্দ দূষণ রোধে অভিযান

লালমনিরহাট সদরে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) লালমনিরহাট-রংপুর মহাসড়কে বালু নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ সৃষ্টি এবং শব্দ দূষণ—এই দুই অপরাধে মোট ৬টি যানবাহনের বিরুদ্ধে ২টি অভিযোগে মামলা দিয়ে মোট ৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে বায়ু দূষণের জন্য ১,৫০০ টাকা এবং শব্দ দূষণের কারণে অতিরিক্ত ১,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় জানিয়েছে, বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








