Logo

‎বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২২ নভেম্বর, ২০২৫, ১৫:০২
15Shares
‎বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

‎কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

‎শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের বাসিন্দা আজিজ খান সরকার বাড়ি এলাকার মৃত. আবুল হাসেন খানের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরুল ইসলাম (নুরু খান)।

বিজ্ঞাপন

এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই শামছুল ইসলাম (ফজলু খান) ও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD