বিসিএস পরীক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রাখায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহগামী তিস্তা ট্রেন অবরোধ করেন। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা রেল অবরোধ চালিয়ে যাবেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি জানান, লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় আমাদের দেওয়া হোক, যাতে আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারি। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চালায়, তবে অবরোধও চলমান থাকবে।
বিজ্ঞাপন
এর আগে, শনিবার (২২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে জড়ো হন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা রেললাইনে অবস্থান নেন। এর ফলে ময়মনসিংহ রুটের তিনটি ট্রেন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আটকা পড়ে।
আরও পড়ুন: ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ছাই
অবরুদ্ধ হওয়া তিনটি ট্রেনের মধ্যে ছিল ঢাকা গামী তিস্তা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়ে প্রতিবাদ জানান এবং অবরোধ তুলে নেন।
বিজ্ঞাপন
এই ঘটনার কারণে ময়মনসিংহের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ অস্থায়ীভাবে ব্যাহত হয়। শিক্ষার্থীরা পুনরায় দাবি জানান, তাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হলে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা প্রয়োজন।








