Logo

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস ও মাসুদ

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
২২ নভেম্বর, ২০২৫, ১৬:৪০
11Shares
শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস ও মাসুদ
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের দুটি আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া দুই প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাক পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপি’র গুলশান কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠক করে পুনর্বিবেচনার বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল।

শেরপুর-১ আসন থেকে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও শেরপুর-২ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী ইলিয়াস খান।

বিজ্ঞাপন

এদিন মনোনয়ন পুনর্বিবেচনায় থাকা ময়মনসিংহ বিভাগের সবকটি আসন থেকে বিবেচনাধীন প্রার্থীদের আহবান করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে।

এ সময় মনোনয়ন পুনর্বিবেচনা করা হবে কিনা তা নিশ্চিত করে বলা যায়নি। তবে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকারে প্রার্থীরা বেশ উজ্জীবিত হয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।

নির্ভরযোগ্য একাধিক সূত্র অনুযায়ী সারাদেশের বেশকিছু আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে বলে আভাস পাওয়া যাচেছ। তবে শেষ পর্যন্ত কোন কোন আসনে পরিবর্তন আসবে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যদিও বৃহস্পতিবার কেন্দ্রে ডাক পাওয়া প্রার্থীরা মনে করছেন, এ আহবান মনোনয়ন পুনর্বিবেচনা তথা পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

এর আগে ২ নভেম্বর শেরপুর-১ আসন থেকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া বর্তমান জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর-২ আসনে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত হন। তাদের মনোনয়ন ঘোষণার পর থেকেই এ দুটি আসনে বিএনপি’র একটি বড় অংশ বিক্ষোভ প্রদর্শন করে মনোনয়ন পুনর্বিবেচনার কথা তুলে ধরেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD