মৌলভীবাজারে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ বাবা গ্রেফতার

মৌলভীবাজারে সৎ বাবার মারধরে রাকিব (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সৎ বাবা আবাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি প্রায়ই ভিকটিমের মায়ের কাছে টাকা-পয়সা চাইতো এবং টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দিত।
গত ১৭ নভেম্বর রাতে শিশুর মা আকলিমা বেগম মালিকের ঘরে কাজ করতে গেলে ঘাতক আবাস মিয়া সুযোগ পেয়ে শিশু রাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। রাত ১০টার দিকে আকলিমা ঘরে ফিরে দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটে শিশু মারা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘শিশু রাকিব হত্যার ঘটনায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এবং তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’








