Logo

নেত্রকোণায় বৃদ্ধাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

profile picture
উপজেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৬ নভেম্বর, ২০২৫, ১৩:১৫
5Shares
নেত্রকোণায় বৃদ্ধাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ফাইল ছবি।

নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক কৃষক ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূইয়া ও তার ভাই মিটু ভূইয়ার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী হাবিবুর রহমান (৬৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মস্তু মিয়ার জমি বর্গা চাষ করে আসছেন। সকালে স্বাভাবিকভাবেই জমিতে কাজ করতে গেলে টিটু ও মিটু সেখানে গিয়ে তাকে বাধা দেন এবং অভিযোগ তোলেন—তিনি নাকি তাদের অংশের মাটি কেটে নিয়েছেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা লাঠি হাতে তাড়া করে তাকে বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।

বিজ্ঞাপন

হাবিবুর রহমানের স্ত্রী সালমা আক্তার ও ছেলে তৌহিদ মিয়া তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমানকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাবিবুর রহমানের অভিযোগ—“টিটু ভূইয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে। আজ আমাকে, আমার স্ত্রী আর ছেলেকে নির্মমভাবে মারধর করেছে। আমি ন্যায়বিচার চাই।”

বিজ্ঞাপন

অভিযোগ অস্বীকার করে টিটু ভূইয়া বলেন, “হাবিবুর রহমান একজন মাদক ব্যবসায়ী। তিনি আমার চাচাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এতে হাতাহাতির ঘটনা ঘটেছে ঠিক, তবে মারধরের অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD