রিয়া মনিকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রিয়া মনি (২২)।
বিজ্ঞাপন
এ ঘটনা বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় একটি র্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে ঘটে।
আরও পড়ুন: চোর অপবাদে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
স্থানীয়রা জানান, রিয়া মনি জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের কন্যা। তার স্বামী আদিল দীর্ঘদিন র্যাংগস কোম্পানিতে বাবুর্চির কাজ করে আসছিলেন। প্রায় ৯ মাস আগে বিয়ের পর রিয়া মনিকে সঙ্গে নিয়ে তিনি কামারগাঁওয়ের ওই স্টাফ কোয়ার্টারে উঠেছিলেন।
বিজ্ঞাপন
ঘটনার সকালে প্রতিবেশীরা কোয়ার্টারের ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: ‘আমাদের অফিসের বিল্ডিং হেলে পড়েছে’
বিজ্ঞাপন
পুলিশ জানায়, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়া মনির স্বামী আদিলকে আটক করা হয়েছে। সোনারগাঁও থানার কর্মকর্তা ঘটনাস্থল ও সাক্ষীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, রিয়া মনি সদ্য বিয়ে করা এক গৃহবধূ ছিলেন এবং স্বামীর সঙ্গে কোয়ার্টারে বসবাস করছিলেন। হত্যাকাণ্ডের পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।








