Logo

বঙ্গোপসাগরে মাঝরাতের ভূমিকম্পে কেঁপে উঠল টেকনাফ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৭ নভেম্বর, ২০২৫, ১১:০২
14Shares
বঙ্গোপসাগরে মাঝরাতের ভূমিকম্পে কেঁপে উঠল টেকনাফ
ছবি: সংগৃহীত

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট স্বল্পমাত্রার ভূমিকম্পে দুলে ওঠে কক্সবাজারের টেকনাফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

ভূকম্পন পর্যবেক্ষক প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানায়, ঝাঁকুনি খুবই কম হওয়ায় এলাকার বেশির ভাগ মানুষ দুটি টের পাননি। যদিও উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে প্রতিষ্ঠানটি কোনো তথ্য দেয়নি। তবে ইউরোপীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, কম্পনটি হয়েছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

এর মাত্র কয়েক দিন আগে, গত শুক্রবার, রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়—যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম তীব্র হিসেবে বিবেচিত। তীব্র কম্পনে আতঙ্কিত মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বহুতল ভবন, বাসা-বাড়ি, অফিস ও বাজার এলাকায় হঠাৎ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়।

নরসিংদীকে কেন্দ্র করে উৎপত্তি হওয়া সেই কম্পনে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং কয়েকশ মানুষ আহত হন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD