Logo

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
২৭ নভেম্বর, ২০২৫, ১৪:০৮
39Shares
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি

ঢাকা-সিলেট রেলপথে সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, কারণ হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। বিকল হওয়া ইঞ্জিন বেলা ১টা পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস এই অবস্থায় আটকে পড়ে। এ কারণে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন রওনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখনও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা প্রতিস্থাপন করে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

ইঞ্জিন বিকলের কারণে থেমে থাকা ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিরাপদ ও দ্রুত রেলসেবা নিশ্চিত করার চেষ্টা করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD