Logo

সমৃদ্ধ শেরপুর–ধুনট গড়তে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
২৭ নভেম্বর, ২০২৫, ১৪:৪০
16Shares
সমৃদ্ধ শেরপুর–ধুনট গড়তে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
ছবি: প্রতিনিধি

“একসঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর–ধুনট” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলায় এবারের এইচএসসি, কারিগরি ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত মোট ৩৬৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনার উদ্যোগ নেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী। তার অংশ হিসেবে মহিলা অনার্স কলেজের ৩৭ জন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী বৃহস্পতিবার সম্মাননা পেলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও বহুধারায় বিভক্ত। শিক্ষার্থী বাড়ছে, ভালো ফলাফল হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারছি না। এ বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মাননার উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এবং মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

আলোচনা পর্ব শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ডায়েরি, মগ, ল্যাপটপ ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা ও আয়োজকরা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD