Logo

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৭ নভেম্বর, ২০২৫, ১৫:৫৫
16Shares
শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল
ছবি: প্রতিনিধি

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামে তাকে চির বিদায় জানায় স্বজন ও সাধারণ মানুষ। পরে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়, রাষ্ট্রীয় সম্মাননা শেষে পলাশ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পার্শ্বস্থ কবরস্থানে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নেন।

২০০৩ সালে রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, ২০১১ সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

রুহিয়া এলাকার বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ইউনিয়ন, কমিটি এবং জেলা মুক্তি যোদ্ধা দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রুহিয়া থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

পলাশ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: মতিউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মো: আনছারুল হক, থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক, রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মোজাহারুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মো: মকসেদ আলী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, থানা যুবদলের সভাপতি মো: আনার আলী, সাধারণ সম্পাদক মো: নুরে আলম এবং আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার চৌধুরীসহ দলমত নির্বিশেষে বহু মানুষ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। মৃত্যুকালে তার বয়স ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD