সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ৪

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর নয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার দিবাগত রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে চারজন আহত হন।
আহতরা হলেন- গ্রামের আব্দুল মান্দানের স্ত্রী কাচামালা বেগম (৭০), ছেলে আব্দুল খইয়ুর (৩০), আব্দুল কাইয়ুম (৩২) ও আব্দুল ইনসাব (২০)।
আহতদের দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিশু সাইমা (৩)-এর বেড়ানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
সাইমা জগদীশপুর গ্রামের আব্দুল কইয়ুরের কন্যা। শিশুটি নিকটবর্তী নুরাজ মিয়ার বাড়িতে গেলে তাকে খোঁজাখুঁজি করা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এর একপর্যায়ে পার্শ্ববর্তী কাদিপুর গ্রাম থেকে নুরাজ মিয়ার স্বজন রফিক আলীর ছেলে জয়নাল, রেদোওয়ান, এমরান, পাবেল, ও সবুজসহ তাদের নুরাজ মিয়া, তামিম এবং আবিদুল রামদা, ছুরসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।
বিজ্ঞাপন
অভিযুক্ত নুরাজ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘আমার এক ভাইজির স্বামী আহত আব্দুল কইয়ুর আরেক ভাইজির স্বামী অভিযুক্ত জয়নাল মিয়া। আমরা বিষয়টি মিমাংসের চেষ্টা করছি।’
এ বিষয়ে জগন্নাথপুর থানায় ভারপ্রপাত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।








