চুয়াডাঙ্গার জীবননগরে ৮ দফা দাবিতে নার্সদের মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দফা দাবির পক্ষে মানববন্ধন করেছেন কর্মরত নার্সরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে হাসপাতাল গেটের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) জীবননগর শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নার্সরা জানান, ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং-মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ তারা মেনে নেবেন না। দীর্ঘ ১৪ মাস ধরে আশ্বাস পাওয়ার পরও যে গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়ন হয়নি, দ্রুত সমাধান তারা চান।
বিজ্ঞাপন
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স রানু খাতুন, সেলিনা খাতুন, রুপালি খাতুন, মিডওয়াইফ ববিতা খাতুন, শান্তনি খাতুন ও সুরাইয়া খাতুনসহ অন্যান্য নার্স-মিডওয়াইফরা।
নার্সরা জানান, দাবি আদায় না হলে তারা ধাপে ধাপে কঠোর কর্মসূচি পালন করবেন। এছাড়া ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কালো ব্যাজ ধারণ, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল এবং প্রতীকী শাটডাউন আর দাবিগুলো বাস্তবায়িত না হলে ২ ডিসেম্বর থেকে তারা দেশব্যাপী কমপ্লিট শাটডাউনে যাবেন।
নার্সদের মূল দাবিগুলো হলো: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত ভূতাপেক্ষভাবে পদ সৃষ্টি ও সুপারনিউমারারি পদোন্নতি। নার্সিং সুপারভাইজার ও ইনস্ট্রাক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু।
বিজ্ঞাপন
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ঝুঁকিভাতা প্রদান, চাপিয়ে দেওয়া পুরোনো ইউনিফর্ম বাতিল এবং শয্যা-রোগী-চিকিৎসক অনুপাতে নার্স নিয়োগ। স্বাস্থ্যসেবা টিকিয়ে রাখতে, নার্সদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই হবে।








