চাঁদপুরে পৃথক অভিযানে ১২ জুয়াড়ি আটক
3Shares

ছবি প্রতিনিধি।
চাঁদপুর শহরে পুলিশের পৃথক দুই অভিযানে ১২ জন জুয়াড়িকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
রবিবার (৩০ নভেম্বর) রাতে শহরের বকুলতলা রোড ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জেবি/এসডি








