Logo

বাউফলে ২৫ বছরেও মেলেনি সড়কের সংস্কার কাজ

profile picture
উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী
১ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৯
25Shares
বাউফলে ২৫ বছরেও মেলেনি সড়কের সংস্কার কাজ
ছবি: প্রতিনিধি

২৫ বছর ধরে ২টি সড়কের সংস্কার কাজ না হওয়ায় কারণে ৮ গ্রামের মানুষের জনদুর্ভোগ।

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে ৩ কি.মি. এর ২টি সলিং সড়কে ২৫ বছরেও মেলেনি সড়কের সংস্কারের কাজ।

চলাচলে জনদুর্ভোগে অযোগ্য হয়ে পড়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন থেকে রাজাপুর মাতব্বর বাজার পর্যন্ত প্রায় (২কি.মি.) এবং পূর্ব কাছিপাড়া দারুন সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দেওপাশা বাজার পর্যন্ত প্রায় (১ কি.মি.) সড়ক ২টি ২৫ বছর ধরে কোনো সংস্কার কাজ করা হয়নি। সড়কের এই বেহাল দশায় সকল শ্রেণি পেশার মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বিজ্ঞাপন

সরেমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার সড়ক ২টি পুরোটাই বড় বড় গর্তে ও খানাখন্দে ভরা। রাস্তার বিভিন্ন অংশের দুপাশের মাটিসহ ইটের সলিং সরে গেছে। প্রতিদিন এসব সড়ক দিয়ে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কাছিপাড়া দারুন সুন্নাহ দাখিল মাদ্রাসা, আনারশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতিলাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রওজাতুল জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং কাছিপাড়া বাজার, দেওপাশা বাজার, আনারকলি বাজার, বীরপাশা বাজার, রাজাপুর মাতব্বর বাজারসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মানুষ যাতায়াত করছে ওই সড়ক দিয়ে।

বর্ষায় সড়কের উপরের স্তরে বৃষ্টির পানিতে পিছলে হয়ে এ পর্যন্ত একাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেল তো দূরের কথা মানুষ চলাচলের জন্য ব্যপক ঝুকিপূর্ণ।এলাকাবাসীরাও জানান, তারা এই কারণে নানা সমস্যায় পড়েছে।

বিজ্ঞাপন

এ বিষয় আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম (হারুন) বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

এ ব্যপারে পটুয়াখালী জেলা প্রকৌশলী মো: হোসেন আলী মীর দৈনিক জনবাণী প্রতিবেদককে বলেন, ইতোমধ্যে কয়েকটি সড়কের সংস্কারের কাজের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। আশা করি খুব দ্রুত হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD