সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে বঙ্গোপসাগরে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে এক মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে মাহিমা আক্তার।
বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের অদূরে গোলারচর সংলগ্ন জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোটে মোট ৮ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
পরে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্পিডবোট ডুবিতে মা–মেয়ে নিহত হয়েছেন। অন্য যাত্রীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কী কারণে বোটটি ডুবে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।”
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে একই দিনে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ৩টি জাহাজে ১১৭৪ জন পর্যটক দ্বীপে পৌঁছেছেন। আগামী দুই মাস—৩১ জানুয়ারি পর্যন্ত—রাত্রিযাপনসহ পর্যটন সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।








