Logo

ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

profile picture
উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১ ডিসেম্বর, ২০২৫, ১৭:০০
9Shares
ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় ভিআইপি কলোনী সংলগ্ন ফুডল্যান্ড ক্যাফ এন্ড রেস্টুরেন্টে তিনি ভেড়ামারার সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় অংশ নেন। এতে ভেড়ামারার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ও জয়ের নির্বাচন। আমি বিশ্বাস করি, ভেড়ামারা-মিরপুরের জনগণ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। যেমনটি নির্বাচিত করেছিলেন আমার বাবা আব্দুর রউফ চৌধুরীকে। আমি আমার বাবার পথ ধরেই আপনাদের সেবায় নিয়োজিত থেকে ভেড়ামারা মিরপুরের জনগণের সেবা করে যেতে চাই। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলে কৃষি প্রতিষ্ঠান ও কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ করার আশ্বাস দেন।’

এ ছাড়াও তিনি এই অঞ্চল থেকে মাদক, নেশা দ্রব্য, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। সংখ্যালঘু, নারী-শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সর্বসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে বাদবাকি জীবন কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

সভায় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো: শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD