Logo

এবার নির্বাচনে পুলিশ সক্ষমতা প্রমাণ করতে চায়: পুলিশ সুপার

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
১ ডিসেম্বর, ২০২৫, ২৩:৩২
9Shares
এবার নির্বাচনে পুলিশ সক্ষমতা প্রমাণ করতে চায়: পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

ফেনীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, জাতীয় নির্বাচনে একজন ভোটার অত্যন্ত নিরাপদে কেন্দ্রে যাওয়া থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিগত সময়ে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাবিত করা হয়েছিল, সেখান থেকে বের হয়ে এবার নির্বাচনে পুলিশ সক্ষমতা প্রমাণ করতে চায়। পুলিশের সম্পর্ক হবে নির্বাচনী নিরাপত্তার সঙ্গে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে নয়- এটিও আমরা এবার প্রমাণ করতে চাই।

বিজ্ঞাপন

সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ ক্লিয়ারেন্সে টাকা আদায়ের অভিযোগ দুঃখজনক উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের অর্থনীতি যারা সচল রাখেন সেই প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্সে টাকা আদায়ের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। প্রথম দিনে এমন কিছু শুনবো আশা করিনি। এ বিষয়ে আমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। এছাড়া টাকা দিয়ে কেউ নেগেটিভ রিপোর্টকে পজিটিভ করার সুযোগ নেই। যদি কখনো কোনো থানা থেকে আর্থিক লেনদেনের বিষয়ে কথা বলা হয় সেই বিষয়ে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনের মাধ্যমে যেসব আবেদন করা হয় সেগুলোও যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে কিনা তা যাচাই করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, থানায় গিয়ে সেবা পেতে ঘুষ বা এ ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ঘুষ না দিলে সেবা না পাওয়ার এমন ঘটনা ঘটলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জেলা পুলিশের আওতাধীন সকল কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। সব মিলিয়ে ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, শহরে ফুটপাত অবৈধ দখলের বিষয়ে অভিযান চলমান থাকবে। অনিবন্ধিত যান চলাচলে নিয়ন্ত্রণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দস্যুতা রোধে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। জেলায় মাদক, কিশোর গ্যাং রোধে কাজ করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। মানুষ যেন পুলিশের কাজে স্বস্তি ও আস্থা পান সেটুকু নিশ্চিত করব।

গেল বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, থানা থেকে অস্ত্র লুটের বিষয়ে ইতোমধ্যে এখানকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

বিজ্ঞাপন

জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা বলেন, আমার কাছে এসে ফুল দিয়ে ছবি তুলে বিশেষ সংখ্যতা পাবেন না। যে কয়দিন আছি ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিত ও ভালো রাখতে কাজ করব। আল্লাহ যেন আমাকে সেই পথে রাখেন ও হেফাজত করেন, সেজন্য সকলের সহযোগিতা চাই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রথমে গোপালগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD