Logo

রাঙামাটিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
২ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৫
3Shares
রাঙামাটিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: প্রতিনিধি

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে জেলায় পুলিশের চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সুখী নীলগঞ্জ জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে শুরু হয় তিন দিনব্যাপী এ কর্মশালা।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

এ সময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মশালায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা খুবই প্রয়োজন। তাই পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্কভাবে কাজ করতে হবে।’

প্রশিক্ষণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে দায়িত্বপালনে এই প্রশিক্ষণ কর্মশালা পুলিশদের সহায়তা করবে বলেও জানান তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD