Logo

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৮
3Shares
মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জনবাণী ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ট্রাকের চাপায় লিজন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেংরামারি থেকে আশরাফপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম ও লিজন মোটরসাইকেলযোগে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বিজ্ঞাপন

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD