Logo

চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:২২
4Shares
চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের পক্ষে এবং চুয়াডাঙ্গা-২ আসনে মনোনীত প্রার্থী রুহুল আমিনের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়ন ফরম নেওয়া হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, এ নিয়ে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৪ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে দুইজন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমান, সেক্রেটারী আসাদুজ্জামান, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, দর্শনা থানার আমীর রেজাউল করিম ও আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদসহ অন্যরা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD