কুলাউড়ায় পিকআপের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া–জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় মালবাহী একটি পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের নুরু মিয়ার ছেলে ফল ব্যবসায়ী রিয়াজ মিয়া (১৯) এবং একই গ্রামের দিলু মিয়ার ছেলে জাবের (২০)। তারা মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়া শহরে ফল সংগ্রহ করতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। ভোরের দিকে কুয়াশা আরও ঘন হওয়ায় দৃশ্যমানতা কমে যায়। এ অবস্থায় অতিরিক্ত গতিতে চলাচলরত পিকআপভ্যানটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় উভয় যানবাহনেরই গতি বেশি ছিল। মূলত ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তারা ধারণা করেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় পিকআপভ্যানের চালকসহ আরও কয়েকজন আহত হন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







