গুইমারার রামসু বাজার ট্রাজিডিতে ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) পুনর্বাসন কার্যক্রমের আওতায় মোট ২৫ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩ জনের পরিবারকে ১ লাখ টাকা করে এবং ক্ষতিগ্রস্ত ১১৬ জন ব্যক্তিকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আজকের এই অর্থ সহায়তা কেবল একটি অনুদান নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। প্রশাসনের এই নজরদারি ও সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি যাতে প্রকৃত ভুক্তভোগীরা সরকারের এই সুফল পান। রামসু বাজার এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই পুনর্বাসন সহায়তার মাধ্যমে তারা তাদের ঘরবাড়ি মেরামত বা জীবিকা পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবেন। আমরা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে সব সময় মাঠে আছি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।







