শিবচরের পাচ্চরে নির্বাচনী উঠান বৈঠক

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে।
বিজ্ঞাপন
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বকুল ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান হোসেন (সাজু) মোল্লা, পাচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বকুল ঢালী, কোহিনুর চেয়ারম্যান, শিশু সরদার ও বিনেয়ামিন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, কামাল জামান মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাই আসন্ন নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে সেই ত্যাগের প্রতিদান দিতে চায়। তারা পাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছরে যখন অনেক নেতা আত্মগোপনে ছিলেন, তখনও হামলা-মামলা উপেক্ষা করে কামাল জামান মোল্লা মাঠে সক্রিয় ছিলেন—যা অন্য কোনো নেতার মধ্যে খুব কমই দেখা গেছে।
আরও পড়ুন: বড়লেখায় দুই দিনে ৭ ভারতীয় নাগরিক আটক
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রকৃত মনোনয়ন। আপনারা আমার পাশে আছেন—এটাই আমার জন্য সবচেয়ে বড় স্বীকৃতি। দল আমাকে একসময় যোগ্য মনে করে মনোনয়ন দিলেও কিছু কুচক্রী মহলের চক্রান্তে তা প্রত্যাহার করা হয়েছে। তবে জনগণের ভালোবাসা ও সমর্থন ছাড়া কোনো মনোনয়নেরই মূল্য নেই।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।







