বদলে যাবে বগুড়ার শেরপুর পৌরসভার উন্নয়ন চিত্র

বগুড়ার শেরপুর পৌরসভা নাগরিক স্বপ্ন আর উন্নয়ন পরিকল্পনার এক নতুন অধ্যায়ের দিকে দ্রুত এগিয়ে চলা জনপদ।
বিজ্ঞাপন
১০ দশমিক ৩৯৫ বর্গকিলোমিটার আয়তনের ৯ ওয়ার্ডের এই ‘ক’ শ্রেণির পৌরসভায় বসবাস ৬১ হাজার ১৪১ মানুষের। দীর্ঘদিনের ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তা আর জলাবদ্ধতার যন্ত্রণাকে পেছনে ফেলে শহরজুড়ে এখন উন্নয়নের দৃশ্যমান জোয়ার।
২০২৫–২৬ অর্থবছরের বিশ্ব ব্যাংকের অর্থায়নে পৌর এলাকায় বাস্তবায়িত হচ্ছে রাস্তা কারপেটিং, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপনের বৃহৎ প্রকল্প। প্রকল্পের মোট চুক্তিমূল্য ১৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৫৮৮ টাকা ৪৬ পয়সা। গত রবিবার (৩০ নভেম্বর) এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা এলজিইডি সূত্র জানায়, ১০ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া প্রকল্পটি ৯ নভেম্বর ২০২৬ এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শিবচরের পাচ্চরে নির্বাচনী উঠান বৈঠক
পৌরসভা সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ান কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ৭৮ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে পাকা রাস্তা, আরসিসি রাস্তা, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে পৌর শহরের প্রফেসর পাড়ায় দুটি সিসি রাস্তা, সোনালী ব্যাংক থেকে বিকাল বাজার পর্যন্ত আরসিসি রাস্তা, হাসপাতাল কবরস্থান রাস্তায় ইটের সলিং এবং কলেজ রোডের ৬ নম্বর ওয়ার্ডে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ।
এছাড়া টাউন কলোনিতে গাইড ওয়াল ও ইটের সলিংয়ের রাস্তা প্রায় শেষ হয়েছে। বর্তমানে চৌত পাড়া হলি কুরআন স্কুল ও মাদ্রাসা এলাকায় রাস্তায় আরসিসি ঢালাইয়ের কাজ এবং ধুনট মোড়ে ট্রাফিক বক্স ও প্যাসেঞ্জার শেড নির্মাণের কাজ চলমান রয়েছে।
বিজ্ঞাপন
পৌরসভা আরও জানায়, প্রায় ৯০ শতাংশ অগ্রগতি অর্জন করা কাজগুলোর মোট ব্যয় ৬৩ লাখ ২২ হাজার টাকা। এসব কাজের মধ্যে রয়েছে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ভবন সম্প্রসারণ, প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে চাউল পট্টি থেকে ধুনট রোড পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ এবং প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে সুবলের মিস্ত্রির দোকান হয়ে হাটখোলা পর্যন্ত রাস্তা নির্মাণ।
এছাড়াও প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এসব কাজের মধ্যে পৌর শহরের ঘোষ পাড়ায় ইটের সলিং রাস্তা নির্মাণ, উত্তর শাহাপাড়ায় চারটি গাইড ওয়াল ও ড্রেন নির্মাণ, পোদ্দার পাড়া, দত্ত পাড়া ও উত্তর পাড়ায় গাইড ওয়াল, ড্রেন ও সিসি রাস্তা নির্মাণ, খোন্দকার পাড়া (৯ নম্বর ওয়ার্ড) আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, পৌরসভার গ্যারেজ শেড নির্মাণ এবং বারোদুয়ারী হাটে কসাইখানা ও মিটশেড নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শেরপুর পৌরসভার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং ফুটপাত ও আলোকায়নে বাড়বে নাগরিক স্বাচ্ছন্দ্য সেবার মানও বৃদ্ধি পাবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শেরপুর হয়ে উঠবে আরও পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর।
বিজ্ঞাপন
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, শেরপুর পৌরসভায় দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আমরা পরিকল্পিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে কাজ করছি। এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু রাস্তা, ড্রেনেজ, ফুটপাত, আলোকায়ন ও নাগরিক সেবার মানেও বড় পরিবর্তন আসবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে ও মান ঠিক রাখতে আমরা কঠোরভাবে তদারকি করছি। কাজ সম্পন্ন হলে পৌর এলাকায় যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও উন্নত হবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং শেরপুরবাসী আরও উন্নত নাগরিক সুবিধা পাবেন।








