একের পর এক অসহায় মানুষের পাশে কুড়ুলগাছি আনন্দ বাজার ফাউন্ডেশন

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে কুড়ুলগাছি আনন্দ বাজার ফাউন্ডেশন। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কুড়ুলগাছি গ্রামের কয়েকজন তরুণ ও উদ্যমী যুবকের সম্মিলিত উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ধারাবাহিকভাবে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি একের পর এক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি কুড়ুলগাছি গ্রামের অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। এছাড়াও অসুস্থ ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সংগঠনের সদস্য রকিবুল ইসলাম হিমেল জানান, সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, মানবিক সহানুভূতি ও সম্মিলিত উদ্যোগই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।
এলাকার সাধারণ মানুষ জানান, ফাউন্ডেশনটির সহায়তা গ্রামের অসহায়দের জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা অর্জন করেছে।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। সমাজের বিত্তবান, প্রবাসী ও সচেতন মানুষের সহযোগিতা পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আত্মকর্মসংস্থানের মতো খাতে কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানবতার সেবায় অবিচল থেকে কুড়ুলগাছি আনন্দ বাজার ফাউন্ডেশন আজ এলাকায় একটি বিশ্বাসের নাম হয়ে উঠেছে—যা সমাজের অসহায় মানুষের জন্য নতুন আশার দ্বার খুলে দিচ্ছে।








