টঙ্গীতে একই পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকার একটি পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শুক্রবার দুপুরে কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার অন্তত অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর আগে গত মঙ্গলবার একই কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার সকালে শ্রমিকেরা নিয়মিত সময়েই কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে কারখানার কয়েকটি বিভাগের শ্রমিক হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে তাঁদের মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমির উপসর্গ দেখা দেয়। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৮
বিজ্ঞাপন
পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিত্যানন্দ পাল জয় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন শ্রমিক অসুস্থ হওয়ার পর অন্য শ্রমিকেরা আতঙ্কিত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে হামলা, বিএনপি নেতা নিহত
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত মঙ্গলবার একই কারখানায় প্রায় দুই শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিনের ব্যবধানে একই কারখানায় দ্বিতীয়বারের মতো শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় কারখানার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন








