Logo

মৌলভীবাজারের ৪টি আসন ১৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৭
10Shares
মৌলভীবাজারের ৪টি আসন ১৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের ৪টি আসনে এ পর্যন্ত ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে ৭, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে ৫, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে ৪ এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের লোকমান আহমদ, স্বতন্ত্র বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসেরসাইফুল ইসলাম, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, গণফ্রন্ট-১ মো: শরিফুল ইসলাম ও বিএনপি’র নাসির উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে বিএনপি’র মো: শওকতুল ইসলাম, স্বতন্ত্র এম জিমিউর রহমান চৌধুরী, স্বতন্ত্র মো: ফজলুল খান এবং জামায়াতে ইসলামী মো: সায়েদ আলী ও সমাজতান্ত্রিক দল সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে বিএনপি’র নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের, জামায়াতে ইসলামী মো: আব্দুল মান্নান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ বিলাল। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে স্বতন্ত্র মো: মহসিন মিয়া, বিএনপি মুঈদ আশিক চিশতী ও বিএনপি মো: মুজিবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD