Logo

কোনাবাড়ীতে ভয়াবহ আগুন, ২টি ঝুট গোডাউন পুড়ে ছাই

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫১
13Shares
কোনাবাড়ীতে ভয়াবহ আগুন, ২টি ঝুট গোডাউন পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীর বাগানবাড়ী এলাকায় ২টি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

‎শুক্রবার রাত সাড়ে৩টার দিকে ইয়াসিন এন্টারপ্রাইজ নামের ঝুটের গোডাউনে আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজের একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।পরে পাশের আরও ‎একটি ঝুট গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে কোনাবাড়ী মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে ইয়াসিন এন্টারপ্রাইজের একটি বড় গোডাউন ও পাশের একটি ছোট গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। পানি সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD