কুষ্টিয়া-ভেড়ামারা সড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ, দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা যাত্রী ছাউনীর সামনে (১৬ দাগ) সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ছাত্র বাইকার নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মিরপুর উপজেলার বিজয়নগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: সিয়াম শেখ (১৬) এবং মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (১৬) একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডের যাত্রী ছাউনি হতে ভেড়ামারা গামী মিনি ট্রাক এবং ভেড়ামারা থেকে যাত্রী ছাউনিগামী দুই ছাত্র মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাবার সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের আরোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এ সময় মোটরসাইকেল আরোহী সিয়াম ও রশিদ রক্তাক্ত জখম হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবং ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।








