Logo

বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
দিনাজপুর
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:০৮
3Shares
বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
ছবি: প্রতিনিধি

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন ও সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর বেলা ১২টার পর থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি জানান, বড়দিন উপলক্ষে দুইদিন বন্দর কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার দুপুর থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এসব পণ্য আনলোড করে দেশীয় ট্রাকে লোডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধের দিনগুলোতেও স্বাভাবিক ছিল। শনিবারও যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD