Logo

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৭
1Shares
দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশি আটক
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৩১/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরল উপজেলার খেপড়া নামক সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. আলম (২৫), মো. মুনির আলী (২৪), মকলেস (২১), মো. ওয়াসিম (২০), মো. নুর আলী (২০), মো. জুবায়ের হোসেন (১৯) এবং মো. হাবিবুর রহমান (১৮)। আটককৃত সবাই ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে প্রায় সাত মাস আগে বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমন করেছিলেন। সেখান থেকে পুনরায় অবৈধভাবে দেশে ফেরার সময় তারা বিজিবির টহল দলের হাতে আটক হন।

বিজ্ঞাপন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ দমন করতে বিজিবি নিয়মিত ও নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাধারণ জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD