Logo

লক্ষ্মীপুরে বালুভর্তি ট্রাক নিয়ে ধসে পড়ল ব্রিজ

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৯
14Shares
লক্ষ্মীপুরে বালুভর্তি ট্রাক নিয়ে ধসে পড়ল ব্রিজ
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজে বালুভর্তি ট্রাক উঠতেই সেতুটি ভেঙে পড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা সংলগ্ন খোনারবাড়ি দরজায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে পোদ্দার বাজার থেকে বশিকপুর বাজার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ কারণে ইউনিয়ন পরিষদ থেকে ভারী যান চলাচল নিষিদ্ধ করে দুই পাশে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে বালুভর্তি ট্রাকটি ব্রিজের ওপর উঠলে তাৎক্ষণিকভাবে ব্রিজটি ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রাকটি ব্রিজের নিচে আটকে যায়। এখনো ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রাকের মালিকপক্ষ গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘প্রায় ১০ দিন আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। ব্যারিকেড থাকা সত্ত্বেও চালক নির্দেশনা অমান্য করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকায় বিকল্প সড়ক ব্যবহারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্রিজ মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD