Logo

সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই: গোলাম পরওয়ার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৩০ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৮
7Shares
সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রগতির ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই বলে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অথচ সমাজের মানুষ লোভ, ভয় ও স্বার্থের কারণে সম্পৃক্ততার নির্বাচনের যোগ্যতা দিন দিন হারিয়ে ফেলছে।

বিজ্ঞাপন

দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও কুরআনের শাসন কায়েম হয়নি। যদি শাসকদের ভেতর আল্লাহর ভয় থাকতো, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হতো না। কুরআনের আইন প্রতিষ্ঠা করতে ইসলামপন্থিদের সংসদে পাঠাতে হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহর রাসুল (সা.) যেমন মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে তেমন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম। তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে এগিয়ে আসুন।

রঘুনাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য দেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার ও মাওলানা ফয়েজ উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মঈন উদদীন, মাওলানা বাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আব্দুল্লাহ ও এনায়েত আলী, মাওলানা আব্দুল জলিল, আল-আমীন সোহাগ, মাহমুদুল হাসান তানভীর, ইমরান হুসাইন, খাইরুল ইসলাম, রবিউল ইসলাম বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD