Logo

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের কুরআন খতম ও দোয়া মোনাজাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী, ২০২৬, ২০:১০
4Shares
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের কুরআন খতম ও দোয়া মোনাজাত
ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীরা তার কবরের পাশে বিশেষ কুরআন খতম ও দোয়া মোনাজাত করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান তুষারের নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে (তার সহধর্মিণীর কবরের পাশে) এই ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে কুরআন তেলাওয়াত শেষে শহীদ নেত্রীর আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ আশফাকুল ইসলাম সরকার (মনু), অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উত্তরের আহ্বায়ক আমীনন্নবী, সদস্য সচিব শরীফুদ্দীন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তরের মায়শুকুর রহমান রিয়েল প্রমুখ।

তারা সম্মিলিতভাবে শোক ব্যক্ত করে শহীদ নেত্রীর দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন ও ত্যাগকে স্মরণ করেন।

বিজ্ঞাপন

এই দোয়া কর্মসূচি খালেদা জিয়া’র মৃত্যুতে দেশব্যাপী শোক পরিবেশের একটি অংশ হিসেবে সংগঠিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বসহকারে আলোচিত হয়েছে এবং বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD