নরসিংদীর দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীর দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-২ (পলাশ) আসনে তিনজন এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
বিজ্ঞাপন
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— নরসিংদী-২ পলাশ আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসিন এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ. এন. এম. রফিকুল আলম সেলিম।
অপর দিকে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনে দাখিলকৃত মনোনয়ন ফরমে প্রস্তাব কারীর স্বাক্ষর জাল করার লিখিত অভিযোগে মনোনয়ন ফর্ম বাতিল হয় বাংলাদেশ কংগ্রেস মনোনীত পার্থী কাজী শরিফুল ইসলাম (শাকিলের)।
বিজ্ঞাপন
এর আগে গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ ১ জানুয়ারি নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ৪ জন প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় দুই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবে।
বিজ্ঞাপন








