Logo

ভোলায় ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
১ জানুয়ারী, ২০২৬, ১৫:২৮
7Shares
ভোলায় ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই
ছবি প্রতিনিধি।

ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসব হয়নি। তবে জেলার সব বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন। এসব শিক্ষার্থীর জন্য মোট ৫০ লাখ ২৪ হাজার ১৫৩ কপি পাঠ্যবই বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৮৬ হাজার ৪২০ জন শিক্ষার্থী পেয়েছে ১১ লাখ ৭৩ হাজার ৯৯৮ কপি বই। প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৩ লাখ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লাখ ৫৫ হাজার ৬৫৫ কপি বই। তবে মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী এখনো সব বই পৌঁছায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার মোট ১ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের তত্ত্বাবধানে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ শ্রেণির বই গ্রহণ করে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD