Logo

খালেদা জিয়ার স্মৃতি অমর করে রাখতে নবজাতকের নামকরণ

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১ জানুয়ারী, ২০২৬, ১৪:৪২
19Shares
খালেদা জিয়ার স্মৃতি অমর করে রাখতে নবজাতকের নামকরণ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। এই নামকরণকে ঘিরে স্থানীয়ভাবে সৃষ্টি হয়েছে আবেগ ও আলোচনার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ জানান, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি গভীর শ্রদ্ধা করেন। যে দিনে তার কন্যাসন্তানের জন্ম, সেদিন দেশজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছিল। সেই অনুভূতি থেকেই মেয়ের নাম খালেদা জিয়া রাখার সিদ্ধান্ত নেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আল্লাহ চাইলে ভবিষ্যতে কন্যাকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান।

নবজাতকের মা মারিয়ম বলেন, নামটি নির্বাচনের পেছনে তাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। তারা চান, তাদের কন্যা নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হোক।

স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, এমন নামকরণ এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত এই সিদ্ধান্তে রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগের প্রতিফলন দেখা যায় বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন সমর্থকের এমন আবেগী সিদ্ধান্ত রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD