বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আর নেই

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বিজ্ঞাপন
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
ফরিদপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পীর কেবলাজান হুজুর বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ১৯৭৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদ্রাসাটিতে ১ম শ্রেণী থেকে কামিল (স্নাতকোত্তর) শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি প্রতিষ্ঠান।
বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শহিদুল ইসলামের জানাজার নামাজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
মুফতি মাওলানা মো. শহিদুল ইসলাম বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় অধ্যায়ন করেন এবং কর্মজীবনের শুরু থেকে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন।








