Logo

থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
৩ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৭
থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানো এবং হুমকিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ভিডিওতে তাকে বলতে শুনা যায়, ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায়। ভিডিওতে দেখা যায়, মাহদী হাসান ওসির সঙ্গে কথোপকথনের একপর্যায় নিজেকে আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানায় ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের নেতৃত্বে একটি দল থানায় এসে আটক ব্যক্তিকে ছাড়তে পুলিশকে চাপ দেয়। পুলিশ প্রথমে তাদের দাবি মানতে অস্বীকার করলে ওসি আবুল কালামের সঙ্গে মাহদীর তর্ক শুরু হয়। শেষে পুলিশ বাধ্য হয়ে নয়নকে ছেড়ে দেয়।

অভিযোগের বিষয়ে মাহদী হাসান বলেন, তিনি রাগান্বিত অবস্থায় কথা বলার সময় ‘স্লিপ অব দ্য টং’-এর কারণে এমন বক্তব্য বেরিয়ে গেছে এবং পরে বিষয়টি বুঝেছেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

পুলিশ সুপার আরও বলেন, নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং ছাত্র আন্দোলনের নেতারা নয়নকে তাদের পক্ষের হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

এক সিনিয়র আইনজীবী উল্লেখ করেন, মাহদী হাসানের ভিডিওতে দেওয়া হুমকিমূলক বক্তব্য ভবিষ্যতে মামলা হলে স্বীকারোক্তিমূলক প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য হতে পারে।

আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ সুপার বলেন, নয়ন একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তিনি ছাত্রলীগে নেই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD