একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
বিজ্ঞাপন
শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-৬ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির দুই প্রার্থীর পাশাপাশি জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী এবং গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদারের মনোনয়নপত্রও যাচাই শেষে বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
বিজ্ঞাপন
চট্টগ্রামের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, সাধারণত একটি দল থেকে একজন প্রার্থী মনোনয়ন পেয়ে থাকেন। তবে এ আসনে বিএনপির পক্ষ থেকে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় উভয়ের কাগজপত্র যাচাই করে তা বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের সময় এখনো বাকি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দলের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনে জানানো হলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে ২৮ ডিসেম্বর একই আসনে গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। এদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একই দিনে দুটি মনোনয়নপত্র জমা দিলেও আইন অনুযায়ী প্রথমটি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রাউজান এলাকায় বিএনপির রাজনীতিতে এই দুই নেতাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিভক্তি রয়েছে। তাদের অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক, তিনি নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন। অন্যদিকে গোলাম আকবর খন্দকার জানান, শেষ পর্যন্ত দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন।
বিজ্ঞাপন
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।








