Logo

ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার হঠাৎ মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩ জানুয়ারী, ২০২৬, ১৮:৩৪
28Shares
ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার হঠাৎ মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার দিন হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইব্রাহীম খলিল।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) সকালে তিনি মেয়ে নাশিতা তাসনিমকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে অসুস্থ হয়ে পড়ার পর তিনি শিক্ষার্থীদের একটি কক্ষে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে দ্রুত খবর দেওয়া হয়। দায়িত্বরত ডাক্তার মো. ইব্রাহীমকে প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলে শনাক্ত করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব নিশ্চিত করেছেন, মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, তবে দুঃখজনকভাবে তিনি হাসপাতালের পথে মারা যান।

বিজ্ঞাপন

মো. ইব্রাহীম খলিল কুমিল্লার পৈত্রিক বাড়ি হলেও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের সিটি টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন। প্রার্থী হিসেবে উপস্থিত থাকা তার মেয়ে নাশিতা তাসনিমকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বিশেষ সুবিধা দেবে না বলে জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD