Logo

পানছড়িতে ৩ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১০ জানুয়ারি, ২০২৬, ১৬:১৭
পানছড়িতে ৩ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর উদ্যোগে দুর্গম এলাকার মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি), শনিবার ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র আওতাধীন ওয়াইনথং ওয়াই পয়েন্ট এলাকায় এই মানবিক সেবা প্রদান করা হয়।

​বিজিবি’র ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় ২১ জন অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

বিজ্ঞাপন

​ক্যাম্পেইন চলাকালে মেজর নাঈমুল মুশফিক জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

​বিজিবি’র এই মহতি উদ্যোগের ফলে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ঘরের কাছে উন্নত চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কাজ অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD