Logo

‘আপু’ সম্বোধনে ক্ষোভ, ইউএনও’র ফোনালাপ ভাইরাল

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৬
‘আপু’ সম্বোধনে ক্ষোভ, ইউএনও’র ফোনালাপ ভাইরাল
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া কলরেকর্ডে অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে তার কথোপকথনে কঠোর ভাষা ব্যবহারের বিষয়টি নজরে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি চড়ুইভাতি অনুষ্ঠান চলাকালে রাত আনুমানিক ১২টার দিকে সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনালাপে অনুষ্ঠান সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মেহেরবান মিঠু বলেন, “এক্ষুনি শেষ হয়ে যাবে আপু।” এ কথা শোনার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইউএনও।

কলরেকর্ডে শোনা যায়, তিনি বলেন, “আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।” এরপর তিনি আরও বলেন, যারা অনুমতি নিয়ে তাকে দাওয়াত দিতে এসেছিলেন, তারা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কথা জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

ইউএনওর প্রতিক্রিয়ার পরপরই মেহেরবান মিঠু দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

কলরেকর্ডটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ বলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন। তাই এমন সম্বোধনে ইউএনওর রুক্ষ আচরণকে কেউ কেউ অহেতুক অহমিকার প্রকাশ হিসেবে দেখছেন।

এ বিষয়ে মেহেরবান মিঠু বলেন, তিনি সম্পূর্ণ সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই ‘আপু’ শব্দটি ব্যবহার করেছিলেন এবং কাউকে অসম্মান করার কোনো ইচ্ছা তার ছিল না। নির্ধারিত সময়ের চেয়ে অনুষ্ঠান দেরিতে চলায় তিনি সে জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইউএনও শামিমা আক্তার জাহান জানান, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন। তবে ‘আপু’ সম্বোধনের কারণে তিনি ক্ষুব্ধ হননি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD