টঙ্গীর দুই বস্তিতে যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ৩৫

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবাসহ দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করেছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে পৃথক দুটি দলে অভিযান চালানো হয়। অভিযানে বস্তির বিভিন্ন কক্ষে পাওয়া যায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা।
গ্রেপ্তারকৃতদের পরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, মামলার পর দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।








