Logo

ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৫, ১৪:০৭
19Shares
ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
ক্যাম্পাস প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম”-এর ১০ দফা ইশতেহার ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তারা। এ সময় সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির এই ইশতেহার পাঠ করেন।

ঘোষিত ১০ দফা ইশতেহারসমূহ হলো– ১৯৬৯ এর ১৮ ফেব্রুয়ারি পাকবাহিনীর গুলিতে ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে "জাতীয় শিক্ষক দিবস' হিসেবে ঘোষণা করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা; বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন; ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ; ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন করা।

বিজ্ঞাপন

বাকি ইশতেহারগুলো হলো– নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ; ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ; আবাসন সংকট নিরসন করা; স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা; দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা। ক্যাম্পাস বাসের রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD