Logo

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক আটক

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৫, ১৬:৩৬
11Shares
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক আটক
ক্যাম্পাস প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতার নাম হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (বর্তমানে মাস্টার্সে অধ্যায়ন করছেন) এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নানারকম হয়রানি মূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার বলেন, ‘আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।’

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করে। জানতে পেরেছি সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহা. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। ছাত্রলীগ কর্মী স্বীকার করেছে তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলো। এরপর আমি তাকে থানায় সোপর্দ করেছি। থানা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD