Logo

রাকসু নির্বাচনের ফলাফল ১২–১৫ ঘণ্টায় ঘোষণার আশ্বাস: রাবি উপাচার্য

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৫, ১৫:০৯
20Shares
রাকসু নির্বাচনের ফলাফল ১২–১৫ ঘণ্টায় ঘোষণার আশ্বাস: রাবি উপাচার্য
ক্যাম্পাস প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ফলাফল ভোটগ্রহণের সর্বোচ্চ ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান রাবির উপাচার্য।

তিনি বলেন, অন্তত এটা বলতে চাই আমাদের ৩ থেকে ৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে। সর্বোচ্চ ১২-১৫ ঘণ্টার মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশাবাদী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার বের করা থেকে গননা সবকিছুই ক্যামেরার আওতায় থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আপনাদের (সাংবাদিক) মাধ্যমে পুরো দেশবাসীও বিষয়ে দেখতে পারবেন।

এর আগে লিখিত বক্তব্য পাঠাকালে উপাচার্য সালেহ হাসান নকীব জানান, নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ রয়েছে। এ সময় নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও প্রক্টর ড. মাহবুবর রাহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD