সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা

অধ্যাদেশ বাতিল ও কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) সকালে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত আইন বাস্তবায়িত হলে ঢাকা কলেজের ঐতিহ্য ও ইন্টারমিডিয়েট বিভাগ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা দাবি করেন, “আমাদের আন্দোলন ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার জন্য। ১৮৪ বছরের ইতিহাস বহন করা এই প্রতিষ্ঠানকে আমরা কোনোভাবেই বিলীন হতে দেব না।”
বিজ্ঞাপন
এক শিক্ষার্থী বলেন, “আমরা খসড়া অধ্যাদেশটি পর্যালোচনা করেছি। আইনজীবীদের সঙ্গেও আলোচনা হয়েছে। তারা বলেছেন, যদি বিশ্ববিদ্যালয় মডেল বাস্তবায়িত হয়, তাহলে হয়তো প্রথমদিকে ইন্টারমিডিয়েট বিভাগ থাকবে, কিন্তু ভবিষ্যতে তা বিলুপ্ত হবে। আমরা সেটা মেনে নিতে পারি না।”
শিক্ষার্থীরা আরও বলেন, “ঢাকা কলেজের ইতিহাস ইন্টারমিডিয়েট দিয়ে শুরু হয়েছিল, তাই এটি ইন্টারমিডিয়েট দিয়েই চলবে। আমরা এমন কোনো বিশ্ববিদ্যালয় মডেল চাই না, যা এই বিভাগের অস্তিত্ব বিলীন করে দেবে। যারা বিশ্ববিদ্যালয় মডেল চান, তারা অন্য জায়গায় প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু ঢাকা কলেজের ঠিকানা নয়।”
বিজ্ঞাপন
অবরোধ চলাকালে সায়েন্সল্যাব মোড়ে যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে।