Logo

ভিসির হাতে ফ্যান হস্তান্তর করলো ববি ছাত্রদল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৫, ১১:১২
17Shares
ভিসির হাতে ফ্যান হস্তান্তর করলো ববি ছাত্রদল
ক্যাম্পাস প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনিক ভবনের শিক্ষার্থীদের লিফটে ব্যবহারের জন্য একটি ফ্যান হস্তান্তর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. তৌফিক আলমের হাতে ফ্যানটি তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

এই উদ্যোগের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো: সাব্বির হোসেন। তিনি জানান, “শিক্ষার্থীরা প্রতিদিন লিফটের ভেতরে প্রচণ্ড গরম ও অস্বস্তির মধ্যে যাতায়াত করেন। তাই শিক্ষার্থীদের স্বস্তির জন্যই আমরা এই ফ্যানটি প্রদান করেছি।”

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট চারটি লিফট রয়েছে। এর মধ্যে দুইটি শিক্ষার্থীদের জন্য, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এবং অপরটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত।

তবে শিক্ষক ও কর্মকর্তাদের ব্যবহৃত লিফটে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) থাকলেও শিক্ষার্থীদের লিফটে নেই কোনো শীতাতপ ব্যবস্থা। ফলে গরমের সময় শিক্ষার্থীরা লিফটের ভেতরে চরম ভোগান্তির শিকার হন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো: সাব্বির হোসাইন বলেন, ছাত্রদল নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বার্থে ও মানবিক বিবেচনায় তারা এমন উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবেন। উপস্থিত ছিলেন আজমাইন সাকিব,সিফাত, জাহিদ, সৃষ্টি,সজন, নাহিদ ও দিহান প্রমুখ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD